সরাসরি বিষয়বস্তুতে যান

আমাদের কি কোনো সাধুর কাছে প্রার্থনা করা উচিত?

আমাদের কি কোনো সাধুর কাছে প্রার্থনা করা উচিত?

বাইবেলের উত্তর

 না। আমাদের শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত আর তা যিশুর নামে হওয়া উচিত। যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমরা এভাবে প্রার্থনা কোরো: ‘হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক।’” (মথি ৬:৯) যিশু তাঁর শিষ্যদের শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, কোনো সাধু, কোনো স্বর্গদূত বা অন্য কারো কাছে নয়।

 যিশু তাঁর শিষ্যদের এও বলেছিলেন: “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মধ্য দিয়ে না এলে, কেউ পিতার কাছে আসতে পারে না।” (যোহন ১৪:৬) ঈশ্বর শুধুমাত্র যিশুকেই আমাদের হয়ে বিনতি করার অনুমতি দিয়েছেন।—ইব্রীয় ৭:২৫.

আমি যদি ঈশ্বর ও সাধু উভয়ের কাছেই প্রার্থনা করি, তা হলে?

 ঈশ্বর যে-দশ আজ্ঞা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন: “তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদ্‌যোগী ঈশ্বর।” (যাত্রাপুস্তক ২০:৫) এর অর্থ কী? নতুন জগৎ অনুবাদ ইংরেজি বাইবেলে এভাবে বলে, তিনি “একাগ্র ভক্তি পাওয়ার” ঈশ্বর। ঈশ্বর চান আমরা যেন একমাত্র তাঁরই উপাসনা করি এবং তাঁর কাছেই প্রার্থনা করি।—যিশাইয় ৪৮:১১.

 আমরা যদি ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, এমনকী সাধু বা স্বর্গদূতদের কাছেও প্রার্থনা করি, তা হলে আমরা ঈশ্বরকে অসন্তুষ্ট করে ফেলব। প্রেরিত যোহন যখন একজন স্বর্গদূতকে উপাসনা করতে চেয়েছিলেন, তখন সেই স্বর্গদূত তাকে বাধা দিয়েছিলেন এবং বলেছিলেন: “এমন কাজ কোরো না! আমি কেবল তোমার এবং তোমার সেই ভাইদের সহদাস, যাদের যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার কাজ দেওয়া হয়েছে। ঈশ্বরেরই উপাসনা করো।”—প্রকাশিত বাক্য ১৯:১০.