সরাসরি বিষয়বস্তুতে যান

পুনরুত্থান কী?

পুনরুত্থান কী?

বাইবেলের উত্তর

 বাইবেলে “পুনরুত্থান” শব্দটা গ্রিক শব্দ আনাসটাসিস থেকে অনুবাদ করা হয়েছে। যেটার অর্থ হল “উঠে দাঁড়ানো” অথবা “পুনরায় উঠে দাঁড়ানো।” একজন ব্যক্তি মারা যাওয়ার পর যখন পুনরুত্থিত হন তখন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না বরং তিনি তার আগের জীবনই ফিরে পান।—১ করিন্থীয় ১৫:১২, ১৩.

 ইব্রীয় শাস্ত্র অর্থাৎ পুরাতন নিয়মে এই পুনরুত্থান শব্দটা পাওয়া যায় না। তবে এই শিক্ষাটা সেখান থেকেই শুরু হয়েছে। উদাহরণস্বরূপ, ভাববাদী হোশেয়ের মাধ্যমে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, “পাতালের হস্ত [কবর, NW] হইতে আমি তাহাদিগকে উদ্ধার করিব, মৃত্যু হইতে আমি তাহাদিগকে মুক্ত করিব।”—হোশেয় ১৩:১৪; ইয়োব ১৪:১৩-১৫; যিশাইয় ২৬:১৯; দানিয়েল ১২:২, ১৩.

 লোকদের পুনরুত্থান কোথায় হবে? মারা যাওয়ার পর কিছু লোককে যিশু খ্রিস্টের সঙ্গে রাজত্ব করার জন্য স্বর্গে পুনরুত্থিত করা হবে। (২ করিন্থীয় ৫:১; প্রকাশিত বাক্য ৫:৯, ১০) স্বর্গে পুনরুত্থিত হওয়াকে বাইবেল প্রথম পুনরুত্থানের অংশী” অথবা “প্রথম পুনরুত্থান লাভ” বলেছে। এটা থেকে বোঝা যায় যে, আরও একটা পুনরুত্থান রয়েছে। (প্রকাশিত বাক্য ২০:৬; ফিলিপীয় ৩:১১) পরে সেই ব্যক্তিদের পুনরুত্থিত করা হবে যারা পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ লাভ করবে। অনেক লোক এই পুনরুত্থান লাভ করবে এবং জীবন উপভোগ করবে।—গীতসংহিতা ৩৭:২৯.

 কীভাবে লোকদের পুনরুত্থান করা হবে? ঈশ্বর মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করার জন্য যিশুকে শক্তি দিয়েছেন। (যোহন ১১:২৫) যিশু সেই সমস্ত ব্যক্তিদের পুনরুত্থিত করবেন “যারা স্মরণিক কবরে রয়েছে” আর তিনি তাদের ব্যক্তিত্ব, পরিচয় এবং স্মৃতি ফিরিয়ে দেবেন। (যোহন ৫:২৮, ২৯) যে ব্যক্তিদের স্বর্গে যাওয়ার আশা রয়েছে তারা স্বর্গীয় দেহ লাভ করবে আর যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার আশা রয়েছে তারা রক্ত-মাংসের দেহ লাভ করবে।—যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬; ১ করিন্থীয় ১৫:৪২-৪৪, ৫০.

 কাদের পুনরুত্থান হবে: বাইবেল বলে: “ধার্মিক ও অধার্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হবে।” (প্রেরিত ২৪:১৫) নোহ, সারা, এবং অব্রাহাম সেই ধার্মিক অর্থাৎ ভালো লোকেদের অন্তর্ভুক্ত যারা যিহোবার প্রতি বিশ্বস্ত ছিল। (আদিপুস্তক ৬:৯; ইব্রীয় ১১:১১; যাকোব ২:২১) অধার্মিক অর্থাৎ খারাপ সেই লোকেদের বলা হয়েছে, যারা ঈশ্বর সম্বন্ধে জানতে পারেনি এবং তার মান অনুযায়ী চলার সুযোগ পায়নি।

 কিছু লোক রয়েছে যারা পরিবর্তিত হতে চায় না। এই দুষ্ট লোকেরা যখন মারা যায় তখন তারা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তাদের পুনরুত্থানের কোন আশা নেই।—মথি ২৩:৩৩; ইব্রীয় ১০:২৬, ২৭.

 যে ব্যক্তিরা মারা গিয়েছে তাদের কখন পুনরুত্থিত করা হবে? বাইবেলে ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল যে, খ্রিস্টের উপস্থিতির সময় সেই ব্যক্তিদের পুনরুত্থিত করা হবে যাদের স্বর্গীয় আশা রয়েছে। (১ করিন্থীয় ১৫:২১-২৩) এই সময় ১৯১৪ সালে শুরু হয়েছে যখন যিশু খ্রিস্ট রাজা হয়েছিলেন। আর যে ব্যক্তিদের পরমদেশ পৃথিবীতে বেঁচে থাকার আশা রয়েছে, তাদের যিশু খ্রিস্টের হাজার বছরের রাজত্বের সময় পুনরুত্থিত করা হবে।—লূক ২৩:৪৩; প্রকাশিত বাক্য ২০:৬, ১২, ১৩.

 কেন আমরা বিশ্বাস করতে পারি যে পুনরুত্থান হবেই? বাইবেলে এমন নয় জন ব্যক্তির বিষয় বলা রয়েছে যাদের পুনরুত্থিত করা হয়েছিল এবং প্রতিটা পুনরুত্থান কোন না কোন ব্যক্তি নিজের চোখে দেখেছিল। (১ রাজাবলি ১৭:১৭-২৪; ২ রাজাবলি ৪:৩২-৩৭; ১৩:২০, ২১; লূক ৭:১১-১৭; ৮:৪০-৫৬; যোহন ১১:৩৮-৪৪; প্রেরিত ৯:৩৬-৪২; ২০:৭-১২; ১ করিন্থীয় ১৫:৩-৬) এদের মধ্যে লাসার নামে একজন ব্যক্তির পুনরুত্থান খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তিনি মারা যাওয়ার চার দিন পর শিশু তাকে পুনরুত্থিত করেছিলেন। (যোহন ১১:৩৯, ৪২) লোকেরা যারা যিশুর বিরোধিতা করত তারাও এই ঘটনা অস্বীকার করতে পারেনি। সেই জন্য তারা যিশু এবং লাসারকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল।—যোহন ১১:৪৭, ৫৩; ১২:৯-১১.

 বাইবেল বলে যে ব্যক্তিরা মারা গিয়েছে তাদের পুনরায় জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা ঈশ্বরের রয়েছে। তাঁর স্মরণশক্তি এবং ক্ষমতার কোনো সীমা নেই। আজ পর্যন্ত যত লোক মৃত্যুতে ঘুমিয়ে রয়েছে ঈশ্বর তাদের প্রত্যেককে তাঁর স্মৃতিতে সুরক্ষিত রেখেছেন এবং তিনি তাঁর শক্তি ব্যবহার করে তাদের পুনরায় জীবন ফিরিয়ে দেবেন। (ইয়োব ৩৭:২৩; মথি ১০:৩০; লূক ২০:৩৭, ৩৮) এটা করার শুধুমাত্র যে ক্ষমতা তার রয়েছে এমন নয় বরং তা করার ইচ্ছা তার রয়েছে। বাইবেল বলে: তিনি তাঁর “আপন হস্তকৃতের প্রতি মমতা [“আকুল আকাঙ্ক্ষা,” NW] করিবে।” —ইয়োব ১৪:১৫

পুনরুত্থান সম্বন্ধে কিছু ভুল ধারণা

 ভুল ধারণা: কিছু লোককে পুনরুত্থিত করা হবে এবং সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস করে দেওয়া হবে।

 সত্য: বাইবেল বলে, “যারা মন্দ কাজ করেছে” পুনরুত্থানের পর “তাদের বিচার করা হবে।” (যোহন ৫:২৯) তবে লোকেদের এটা দেখে বিচার করা হবে না যে তারা মারা যাওয়ার আগে কী কাজ করেছে বরং এটা দেখে বিচার করা হবে যে, পুনরুত্থিত হওয়ার পর তারা কেমনভাবে জীবনযাপন করছে। যিশু বলেছিলেন, “মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে আর যারা সেই রবে মনোযোগ দেবে, তারা জীবিত হবে।” (যোহন ৫:২৫) যে লোকেরা পুনরুত্থানের পর ঈশ্বরের রব শুনবে এবং তার প্রতি মনোযোগ দেবে তাদের নাম ‘জীবনপুস্তকে’ লেখা হবে।—প্রকাশিত বাক্য ২০:১২, ১৩.

 ভুল ধারণা: মারা যাওয়ার আগে একজন ব্যক্তির যে শরীর ছিল পুনরুত্থানের পর সেই ব্যক্তি একই শরীর ফিরে পাবে।

 সত্য: একজন ব্যক্তি যখন মারা যান তখন তার শরীর পুরোপুরিভাবে মাটিতে মিশে যায়।—উপদেশক ৩:১৯, ২০.