সরাসরি বিষয়বস্তুতে যান

কেন আপনাদের যিহোবার সাক্ষি বলা হয়?

কেন আপনাদের যিহোবার সাক্ষি বলা হয়?

 যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম, যেমনটা বাইবেলে পাওয়া যায়। (যাত্রাপুস্তক ৬:৩; গীতসংহিতা ৮৩:১৮) একজন সাক্ষি হলেন সেই ব্যক্তি, যিনি এমন দৃষ্টিভঙ্গি অথবা সত্য সম্বন্ধে ঘোষণা করেন, যে-বিষয়ে তিনি দৃঢ়প্রত্যয়ী।

 তাই, আমাদের যিহোবার সাক্ষি নাম আমাদেরকে এমন এক খ্রিস্টান দল হিসেবে নির্দেশ করে, যারা সমস্তকিছুর সৃষ্টিকর্তা যিহোবা সম্বন্ধে সত্য ঘোষণা করে। (প্রকাশিত বাক্য ৪:১১) আমরা আমাদের জীবনধারার মাধ্যমে ও সেইসঙ্গে বাইবেল থেকে আমরা যা শিখেছি, সেগুলো জানানোর মাধ্যমে অন্যদের কাছে সাক্ষ্য দিই।—যিশাইয় ৪৩:১০-১২; ১ পিতর ২:১২