সরাসরি বিষয়বস্তুতে যান

কীভাবে আপনাদের মণ্ডলী সংগঠিত হয়?

কীভাবে আপনাদের মণ্ডলী সংগঠিত হয়?

 প্রতিটা মণ্ডলীকে এক প্রাচীনগোষ্ঠী তত্ত্বাবধান করে থাকে। প্রায় ২০টা মণ্ডলী নিয়ে একটা সীমা এবং প্রায় ১০টা সীমা নিয়ে একটা জেলা গঠন করা হয়। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভ্রমণ অধ্যক্ষরা বিভিন্ন মণ্ডলীতে পরিদর্শন করে থাকে, যারা সীমা অধ্যক্ষ এবং জেলা অধ্যক্ষ হিসেবে পরিচিত।

 পরিচালকগোষ্ঠী বাইবেলভিত্তিক নির্দেশনা এবং তথ্য জুগিয়ে থাকে আর এই পরিচালকগোষ্ঠী সেই দীর্ঘসময়ের সাক্ষিবৃন্দকে নিয়ে গঠিত, যারা এখন নিউ ইয়র্কের ব্রুকলিনে যিহোবার সাক্ষিদের আন্তর্জাতিক অফিসে কর্মরত।—প্রেরিত ১৫:২৩-২৯; ১ তীমথিয় ৩:১-৭.