প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৬

এই সংখ্যায় ২০১৭ সালের জানুয়ারি মাসের ৩০ থেকে ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

“সর্ব্বজনের কাছে সর্ব্ববিধ” হওয়া

যুবক বয়স থেকে ডেন্টন হপকিনসন যে-সমস্ত কার্যভার লাভ করেছেন, সেগুলো তাকে বুঝতে সাহায্য করেছে, কীভাবে যিহোবা প্রেমের সঙ্গে সমস্ত ধরনের লোকেদের গ্রহণ করে নেন।

আপনারা অনুগ্রহের কারণে স্বাধীন হয়েছেন

যিহোবা যেভাবে আপনাকে পাপ থেকে স্বাধীন করেছেন, সেই সম্বন্ধে বিবেচনা করার মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারেন।

“আত্মার ভাব জীবন ও শান্তি”

রোমীয় ৮ অধ্যায়ে এমন পরামর্শ রয়েছে, যা আপনাকে যিহোবা মানবজাতির জন্য যে-পুরস্কার রেখেছেন, তা অর্জন করতে সাহায্য করবে।

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি কয়টা বাইবেলভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারেন।

আপনার সমস্ত উদ্‌বিগ্নতার ভার যিহোবার উপর ফেলে দিন

কখনো কখনো, ঈশ্বরের দাসেরা উদ্‌বিগ্ন হয়। চারটে ব্যাবহারিক উপায় আপনাকে “ঈশ্বরের শান্তি” লাভ করে উপকৃত হতে সাহায্য করতে পারে।

যিহোবা সেই ব্যক্তিদের পুরস্কার দেন, যারা তাঁর অন্বেষণ করে

যিহোবার কাছ থেকে এক পুরস্কার লাভের প্রত্যাশা কীভাবে আমাদের উপকৃত করে? কীভাবে তিনি অতীতে তাঁর দাসদের পুরস্কার দিয়েছিলেন আর এখন তিনি কীভাবে তা দিচ্ছেন?

মৃদুতা​—⁠প্রজ্ঞার এক পথ

আপনার সঙ্গে যখন অনুপযুক্ত উপায়ে আচরণ করা হয়, তখন মাথা ঠাণ্ডা রাখা যদিও সহজ না-ও হতে পারে, কিন্তু বাইবেল খ্রিস্টানদের মৃদুশীল হতে উৎসাহিত করে।

২০১৬ সালের জন্য প্রহরীদুর্গ পত্রিকার বিষয়সূচি

জনসাধারণের সংস্করণে ও অধ্যয়ন সংস্করণে প্রকাশিত প্রবন্ধগুলোর শ্রেণিবদ্ধ তালিকা।