সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

চাপ থেকে স্বস্তি খুঁজে পান

এক চাপমুক্ত জীবন লাভ করা সম্ভব

এক চাপমুক্ত জীবন লাভ করা সম্ভব

আমরা যদি বাইবেলে পাওয়া প্রজ্ঞা কাজে লাগাই, তা হলে এটা আমাদের অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলতে সাহায্য করতে পারে। অবশ্য, মানুষ হিসেবে আমাদের পক্ষে চাপের সমস্ত কারণ দূর করা সম্ভব নয়। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তা দূর করতে পারেন। তিনি এমনকী আমাদের সাহায্য করার জন্য একজন যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করেছেন আর সেই ব্যক্তি হলেন, যিশু খ্রিস্ট। মানুষ হিসেবে পৃথিবীতে থাকাকালীন তিনি যে-সমস্ত অলৌকিক কাজ করেছিলেন, সেগুলোর চেয়ে আরও বেশি চমৎকার কাজ তিনি শীঘ্রই পুরো পৃথিবীতে করবেন। উদাহরণ স্বরূপ:

যিশু অসুস্থ ব্যক্তিদের সুস্থ করবেন, ঠিক যেমন পৃথিবীতে থাকাকালীন করেছিলেন।

‘নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোককে তাঁহার নিকটে আনীত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন।’—মথি ৪:২৪.

যিশু সবার জন্য ঘর ও খাদ্যের ব্যবস্থা করবেন।

“আর লোকেরা [খ্রিস্টের প্রজারা] গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্ম্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না।”—যিশাইয় ৬৫:২১, ২২.

যিশুর শাসনের সময় সারা পৃথিবীতে শান্তি ও সুরক্ষা থাকবে।

“তাঁহার সময়ে ধার্ম্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্য্যন্ত প্রচুর শান্তি হইবে। তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্য্যন্ত, ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত কর্ত্তৃত্ব করিবেন। . . . তাঁহার শত্রুগণ ধূলা চাটিবে।”—গীতসংহিতা ৭২:৭-৯.

যিশু অবিচার দূর করবেন।

“তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। তিনি চাতুরী ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪.

যিশু এমনকী দুঃখকষ্ট ও মৃত্যুকে দূর করবেন।

“মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.