সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১০

পারিবারিক উপাসনা কী?

পারিবারিক উপাসনা কী?

দক্ষিণ কোরিয়া

ব্রাজিল

অস্ট্রেলিয়া

গিনি

প্রাচীন কাল থেকেই, যিহোবা চেয়েছেন প্রত্যেকটা পরিবার যেন তাদের আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করার এবং তাদের পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার জন্য একসঙ্গে সময় কাটায়। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭) সেই কারণে যিহোবার সাক্ষিরা প্রত্যেক সপ্তাহে পরিবারগতভাবে একসঙ্গে উপাসনা—এক আরামদায়ক পরিবেশে তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় আলোচনা—করার জন্য একটা সময় আলাদা করে রাখে। এমনকী আপনি যদি একাও হন, তবুও আপনার পছন্দমতো এক বাইবেল অধ্যয়ন প্রকল্পের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সময় ব্যয় করার জন্য এটা একটা মূল্যবান সুযোগ হতে পারে।

এটা হল যিহোবার আরও নিকটবর্তী হওয়ার এক সময়। “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।” (যাকোব ৪:৮) আমরা যখন তাঁর লিখিত বাক্য থেকে যিহোবার ব্যক্তিত্ব ও তাঁর কাজগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে শিখি, তখন আমরা তাঁকে আরও ভালোভাবে জানতে পারি। আপনার পারিবারিক উপাসনা শুরু করার একটা সহজ উপায় হল, একসঙ্গে কিছুটা সময় জোরে জোরে বাইবেল পড়া, সম্ভবত ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এর সাপ্তাহিক তালিকা অনুসরণ করে। পরিবারের প্রত্যেক সদস্যকে একটা অংশ পড়ার জন্য দেওয়া যেতে পারে আর তারপর শাস্ত্র থেকে তারা যে-বিষয়গুলো শিখেছে, সকলে সেগুলো আলোচনা করতে পারে।

এটা হল পরিবারের সদস্যদের আরও নিকটবর্তী হওয়ার এক সময়। স্বামী ও স্ত্রী এবং বাবা-মা ও সন্তানেরা একে অপরের সঙ্গে তাদের বন্ধনকে শক্তিশালী করে, যখন তারা পরিবারগতভাবে বাইবেল অধ্যয়ন করে। এটা আনন্দের ও শান্তিপূর্ণ এক সময় আর সেইসঙ্গে সপ্তাহের এক বিশেষ আকর্ষণ হওয়া উচিত। সন্তানদের বয়স অনুযায়ী, বাবা-মারা আলোচনা করার জন্য সম্ভবত প্রহরীদুর্গ সচেতন থাক! পত্রিকার বৈশিষ্ট্যগুলো থেকে অথবা আমাদের ওয়েবসাইট jw.org থেকে ব্যবহারিক বিষয়গুলো বেছে নিতে পারে। আপনার সন্তানেরা স্কুলে যে-সমস্যার মুখোমুখি হয়েছে সেটা ও কীভাবে সেটার সঙ্গে মোকাবিলা করতে হয়, সেই সম্বন্ধে আপনারা কথা বলতে পারেন। পারিবারিক উপাসনার পর, আপনারা হয়তো সভাগুলোতে যে-গানগুলো গাওয়া হবে, সেগুলোর মহড়া দিতে ও হালকা কিছু খাবার খাওয়া উপভোগ করতে পারেন।

একসঙ্গে যিহোবার উপাসনা করার জন্য প্রত্যেক সপ্তাহে ব্যয় করা এই বিশেষ সময় পরিবারের সকলকে ঈশ্বরের বাক্যে আমোদ করতে সাহায্য করবে আর তিনি আপনাদের প্রচেষ্টায় প্রচুররূপে আশীর্বাদ করবেন।—গীতসংহিতা ১:১-৩.

  • কেন আমরা পারিবারিক উপাসনার জন্য সময় আলাদা করে রাখি?

  • কীভাবে বাবা-মারা এই উপলক্ষ্যকে পরিবারের সকলের জন্য উপভোগ্যকর করে তুলতে পারে?